বৃথা গেল নাসির-সানির চেষ্টা

বৃথা গেল নাসির-সানির চেষ্টা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তৌহিদ হৃদয়দের এটি প্রথম জয় এবং নুরুল হাসান সোহানদের টানা দ্বিতীয় হার।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৩৭ রান করে শাইনপুকুর। দলকে ভালো শুরু এনে দুই ওপেনার সাব্বির হোসেন (২০) ও তানজিদ হাসান (৩৪)। অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষদিকে ২৬ বলে ৪ চার ও ১ ছয়ে অপরাজিত ৩৪ রান করে শাইনপুকুরকে লড়াকু পুঁজি এনে দেন রবিউল ইসলাম রাব্বি।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেখ জামাল। দলীয় ১৩ রানে বিদায় নেন দুই ওপেনার সৈকত আলী (৯) ও মোহাম্মদ আশরাফুল (৪)। এরপর দলের হাল ধরেন নাসির হোসেন ও ইলিয়াস সানি। দুজনে গড়েন ৫৮ রানের জুটি। ২১ বলে ৪ চারে ২৮ রান করে নাসির ফেরার পর স্কোরবোর্ডে আর মাত্র এক রান যোগ বিদায় নেন ইলিয়াস সানিও। তার ২৫ বলে ৩০ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ২ ছয়ে।

দলের প্রয়োজনে ব্যাট হাতে ব্যর্থ হন উইকেটরক্ষক-অধিনায়ক নুরুল হাসান সোহান (১)। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শেখ জামাল ১৯.৫ ওভারে অলআউট হয় ১২৭ রানে। দলের দুঃসময়ে ২৩ বলে ১৫ রানের ইনিংস খেলেন সোহরাওয়ার্দী শুভ। তবে শেষদিকে চেষ্টা করেছিলেন মোহাম্মদ এনামুল। কিন্তু ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রানআউট হন তিনি। তার ১২ বলে ১৯ রানের ইনিংসটি সাজানো ছিল ২ ছয়ে।

শাইনপুকুরকে মূলত জয় এনে দিয়েছেন তানভীর ইসলাম। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শেখ জামালের গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।  

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর: ১৩৭/৫ (ওভার: ২০) রবিউল ইসলাম রবি ৩৪*, তানজিদ হাসান ৩৪, তৌহিদ হৃদয় ২৮; জিয়াউর রহমান ১৬/২, এবাদত হোসেন ২৭/২, মোহাম্মদ এনামুল ১৭/১
শেখ জামাল: ১২৭/১০ (ওভার: ১৯.৫) ইলিয়াস সানি ৩০, নাসির হোসেন ২৮, মোহাম্মদ এনামুল ১৯; তানভীর ইসলাম ৮/৩, হাসান মুরাদ ৩৪/২, সুমন খান ২৩/১