বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মুজাহার আলী হাওলাদারকে (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষের হামলায় সে নিহত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ আটক করেছে।
নিহত মুজাহার একই গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে এবং কেদারপুর স্টিমার ঘাট এলাকার মুদি দোকানি ছিলেন। আটকৃতরা হচ্ছে ভূতেরদিয়া গ্রামের কালাম চাপরাশি, লিটন চাপরাশি, খোকন চাপরাশি ও রিপন চাপরাশি।
নিহতের ভাই হাবিবুর রহমান হাওলাদার জানান, এক খণ্ড জমি নিয়ে একই এলাকার চাপরাশিদের সাথে গত দুই বছর ধরে তাদের বিরোধ চলে আসছিল। জমি নিয়ে চাপরাশিরা ইতিপূর্বে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দেয়। ৩টি মামলার রায় মুজাহারদের পক্ষে যায়। এতে ক্ষুব্ধ হয় চাপরাশিগংরা। এর জের ধরে শুক্রবার সকালে তার (হাবিব) ছেলে সজিব হাওলাদারের উপর হামলা চালায় আটককৃত ৪ জনসহ অন্যরা। তারা তার ছেলেকে বেদম মারধর করে। খবর পেয়ে তার বড় ভাই মুজাহার ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের হাত থেকে সজিবকে রক্ষার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা মুজাহারকে এলোপাথাড়ি মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।