বৃষ্টিতে খেলা কমে দাঁড়াল ৪৩ ওভারে

বৃষ্টিতে খেলা কমে দাঁড়াল ৪৩ ওভারে

বৃষ্টি বাধায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারছে না বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই দলকে ৪৩ ওভার করে খেলতে হবে। ম্যাচ শুরু হবে পৌনে সাতটায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮২ রানের জুটি গড়েন তামিম ইকবাল এবং লিটন দাস।

বৃষ্টির কারণে এদিন আড়াই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। বাংলাদেশ আর ৯ ওভার ৪ বল ব্যাট করার সুযোগ পাবে।

লিটন দাসের সেঞ্চুরির পরপর বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। তার আগে তামিম ইকবালের সঙ্গে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি গড়েন।

আগের রেকর্ডও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন উদ্বোধনীতে ১৭০ রান করেন। তাদের রেকর্ড জুটির পরও অবশ্য বাংলাদেশ হেরেছিল।