বেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক

বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায় এখন সবার ওপরে অবস্থান করছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গেল চার বছরে এবারই প্রথম কেউ শীর্ষ ধনীর তালিকার চূড়া থেকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরাতে পারলেন।
ফোর্বস ম্যাগাজিনের হিসেব মতে মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২১ হাজার ৯০০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম ৩৩ শতাংশ বাড়ার তার এই উত্থান। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ছাড়াও ইলন মাস্কের আছে বোরিং, নিউরালিংক, ওপেন এআই নামের বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান। এ ছাড়া বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে তার।
ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। খুচরা জায়ান্ট অ্যামাজন এর শেয়ার ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তার সম্পদের পরিমাণ ১৭ হাজার ১০০ কোটি ডলার।
এছাড়াও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট আছেন তালিকার তিনে। তার সম্পদের আনুমানিক ১৫৮ বিলিয়ন ডলার। তার সম্পদে গেল ১ বছরে ৮ বিলিয়ন ডলার যোগ হয়েছে।
তালিকার চতুর্থ স্থানে আছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৯০০ কোটি ডলার।
ফোর্বসের তালিকায় ২ হাজার ৬৬৮ জন ধনকুবেরের স্থান হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রের, ৬০৭ জন চীনের আর রাশিয়ার ৮৩ জন।
তবে সেরা দশ শীর্ষ ধনীর তালিকায় মেটা প্রধান মার্ক জাকারবার্গের নাম নেই। ছয় হাজার ৭৩০ কোটি ডলার নিয়ে তালিকার ১৫তম অবস্থানে আছেন তিনি।
সূত্র: ফোর্বস