বেতাগীতে ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ

"বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন" এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলা সমাজসেবার বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ ও ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ ১৪-২১ ডিসেম্বর ২০২১ উদযাপন করা হয়।
আজ (১৯ ডিসেম্বর ) রবিবার বিকেল ৪টায় বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এবং বিশেষ অতিথি কাজী মোঃ ইব্রাহিম, উপপরিচালক জেলা সমাজসেবা, বরগুনা উপস্থিতিতে ৫৯ জন সুবিধা ভোগীদের মধ্যে মাঝে ১৬ লক্ষ ২৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ আলি, সহকারি পরিচালক জেলা সমাজসেবা বরগুনা, মোঃ আমিনুল ইসলাম পিন্টু উপজেলা ভাইস চেয়ারম্যান বেতাগী, বরগুনা, মোঃ মনিরুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা বরগুনা, মোঃ মাসুম বিল্লাহ সমাজসেবা অফিসার বেতাগী, বরগুনা, এবং সাংবাদিক বৃন্দসহ আরও অনেক উপজেলা পর্যায়ে ব্যক্তিবর্গ।