বেতাগীতে বাঁশ দিয়ে ফ্লোর ঢালাই

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী বাধঘাট বাজারে লোহার রডের বদলে বাঁশের টুনি দিয়ে একটি দোকানের মেঝে ঢালাই দিয়েছে এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী বাধঘাট বাজারে লোহার রডের পরিবর্তে একটি দোকান ঘরের মেঝে বাঁশের টুনি দিয়ে নতুন পদ্ধতিতে তার ওপর ঢালাই করছে মো: রফিক নামের একজন রাজমিস্ত্রি এবং দোকানের মালিক মো: সোহরাব মৃধা।
এবিষয়ে পাশ্ববর্তী চায়ের দোকানদার ভোরের আলোকে বলেন, মো: মাহবুব মিয়া বলেন শুনেছি বাংলাদেশে বাশঁ দিয়ে ছাদ ঢালাই হয় এখন দেখছি মোগো বরগুনায় বাশেঁর টুনিও কাজে লাগায় ভালাইতো।
রাজমিস্ত্রি রফিক মিয়া বলেন, আমি ঢাকায় বাশঁ দিয়ে আরও অনেক কাজ করেছি ছাদ ঢালাই দিছি কিন্তু বাশেঁর টুনি দিয়ে এই প্রথমবার ফ্লোর ঢালাই করলাম। তবে এ ঢালাই নাকি ৫০ থেকে ৬০ বছর স্থায়ী হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে দোকানের মালিক মো: সোহরাব মৃধা বলেন, আমি নিজেও একজন রাজমিস্ত্রি আমি দিনাজপুরে প্রথম ছাদ ঢালাই করেছি বাশঁ দিয়ে।
তিনি আরও বলেন আপনারা যাই বলেন আমার এ দোকানের ঢালাই খুব মজবুত এবং টেকসই হয়েছে এবং রডের টাকাও বেচে গেছে।