বেনজেমার গোলে ডার্বি জিতল রিয়াল

করিম বেনজেমার একমাত্র গোলে মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ।
শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল।
২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলে আতলেতিকোর অবস্থান পঞ্চম।