বেশি মানুষ করের আওতায় আনা সম্ভভ হলে করের হার কমানো সম্ভব-বরিশালে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে কর আদায় সহজতর করাই এখন এনবিআর এর পলিসি। বেশি মানুষ করের আওতায় আনা সম্ভভ হলে করের হার কমানো সম্ভব। সাধারণ মানুষের দেয়া ভ্যাট সফলতার সঙ্গে সংগ্রহে অটোমেশন করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে মেইড ইন বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে এনবিআর।
রোববার ২৭ ফেব্রুয়ারী বিকেলে বরিশাল সার্কিট হাউজে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিট আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সভায় বিনিয়োগের ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন ঘটনানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি আরও বলেন অনলাইনে ট্যাক্স প্রদান খুব সহজ। বেশি লোককে ট্যাক্সের আওতায় আনা গেলে ট্যাক্সের হার কমানো সহজ হবে। অনেকে দাবি করলেও একবারে ট্যাক্স কমানো সম্ভব নয়। দেশের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম অন্যান্য দেশের তুলনায়। আমরা একটি উন্নত দেশ হবো এবং খুব দ্রুত আমরা উন্নত দেশ হবার চেষ্টা করছি। এজন্য আমাদের বিনিয়োগ দরকার আর এ কারণে রাজস্ব বাড়াতে হবে।
এই সভায় এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) সামস উদ্দিন আহমেদ, সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা, বরিশালের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভায় ছয় জেলা ও মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ১৩ দফা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত দাবি তুলে ধরেন। এর মধ্যে পাঁচ বছরের কর অবকাশ সুবিধা পাওয়া, ব্যক্তি শ্রেণির কর দাতাদের নূন্যতম আয় তিন লক্ষ্য টাকার পরিবর্তে পাঁচ লাখ টাকা করার দাবি জানান এছাড়া সঞ্চয় পত্রের স্লাপ সিস্টেম পরিবর্তন এবং সুদের হার পূর্বের মত করার অনুরোধ আসে এই সভায়।