বেসরকারি হাসপাতালে অভিযান বন্ধ হবে না

বেসরকারি হাসপাতালে অভিযান বন্ধ হবে না

দেশের বেসরকারি হাসপাতালে অভিযান বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সচিব।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালাবে।

সচিব বলেন, ‘মানুষ যাতে তাদের অভিযোগ জানতে পারে সে জন্য আমরা হটলাইন নাম্বার চালুর বিষয়টি বিবেচনা করছি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৩ আগস্টের মধ্যে সব বেসরকারি হাসপাতালে তথ্য জোগাড় করা হবে। তারপর লাইসেন্স নবায়নের সময়সীমা ঠিক করা হবে। এরপরও যারা লাইসেন্স নবায়ন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।