বৈরী প্রকৃতি শান্ত করতে মানবতার আহ্বান জানালেন মেয়র সাদিক
বর্তমানে প্রকৃতি যেন রুষ্ঠ হয়েছে। তার ওপর ঝড়োবৃষ্টিতে বৈরী প্রকৃতি শান্ত করতে মানুষের মধ্যে মানবতা জাগরুক করার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মনে করেন এই মুহূর্তে যারা চাল নিয়ে নেতিবাচক কর্মকান্ড করে তারা মানুষ নয়। তাদের মানবতা নেই। যার মানবতা নেই তারা মানুষ নয়। আমাদের মানবিকতা নিয়ে কাজ করতে হবে। আমার সামর্থ থাকলে পাশের লোকটাকে সহযোগিতা করি। আমরা চাই, পৃথিবীর সব মানুষ যেন ভালো থাকুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বৃষ্টি স্নাত সন্ধ্যায় একটি ফেসবুক লাইভে এসব কথা বলেছেন।
মেয়র সদিক বলেন, করোনা মোকাবেলায় দলমত নির্বিশেষে একজন মানুষ আর একজনের পাশে দাঁড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। যদি কারো কাছে ত্রাণ পৌঁছে না থাকে তাহলে জানাবেন। আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা একজন মানুষ আর একজনের সহযোগী হই। আমরা কেউ চাই না আমার পাশের কেউ মারা যাক। তাই সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। ঘর থেকে কেউ বের হবেন না। আমরা চেষ্টা করছি ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। তারপরও যদি ভুল (মিসটেক) হয়ে থাকে, তাহলে আমাদের ক্ষমা করবেন। আমাদের সিটি করপোরেশনের ম্যাসেস দেবেন। ইনশাল্লাহ আমরা প্রতিটি ঘরে খাবার পৌছে দেবো।
মেয়র বলেন, করোনায় অন্যান্য জেলার চেয়ে আমরা বরিশাল অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছি। আপনারা চেষ্টা করবেন সেই ভালো অবস্থানে রাখতে। যুবকরা নিজে এবং নিজের পরিবারকে সুস্থ্য রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সারা দুনিয়ায় যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন। করোনা দুর্যোগে দয়া করে সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। একান্ত যদি বাইরে যেতে হয় তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সরকারি নির্দেশনা মেনে মাস্ক, গ্লোভস পড়ে বের হবেন।
মেয়রকে দেখা যাচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিত উল্লেখ করে মেয়র বলেছেন, আমাকে অনেকে দেখেন না এটা ঠিক। আমার ডায়াবেটিস আছে। তারপরও আমি আপনাদের একজন হয়ে আপনাদের পাশে আছি। আমি দূর থেকে নির্দেশনা দিয়ে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীও বলেছেন যাদের ডায়াবেডিস আছে তাদের সতর্ক, সচেতন এবং নিরাপদে থাকরার জন্য। আমার স্ত্রী-সন্তানরা আমেরিকায় আছে। সেখানের অবস্থা ভয়াবহ। আমার বাবা-মা ঢাকায় আছেন। আমি আপনাদের জন্য একা বরিশালে আছি। আমার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, আমার বাবা আবুল হাসানাত আবদুল্লাহর জন্য দোয়া করবেন।
ত্রাণ বিতরণ সম্পর্কে মেয়র সাদিক তার লাইভে বলেন, বরিশাল সিটি করপোশেন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে। অন্য সিটি করপোরেশন কিভাবে করছে সেটা না জানলেও আমাদের সিটি করপোরেশন কোন ধরণের প্রচারণা ছাড়াই বাড়ি বাড়ি খাবার পৌছে দিতে কাজ করছে। করপোরেশনের কর্মীরা কোন ডিমান্ড ছাড়াই দিন-রাত কাজ করছেন। তারা মাথায় নিয়ে বাড়ি বাড়ি সেই খাবার পৌছে দিচ্ছেন। অনেক দুর্গম ও প্রত্যন্ত এলাকায় খাবার সামগ্রি পৌঁছে দেওয়া হচ্ছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দোয়া চেয়েছেন।
মেয়র বলেছেন, আমাদরে ডাক্তার যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন, বরিশাল মেডিকেলসহ সারা দেশের ডাক্তার, মেটোপলিটন পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, র্যাব, সেনাবাহিনী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী তাদের জন্য দোয়া করবেন। মিডিয়া কর্মীরা যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতারের ডাক্তার, সদর হাসপাতালের ডাক্তার, নার্সসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।