ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থাকছে

ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থাকছে

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করছেন।

ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ক্রয় ক্ষমতা হ্রাস পরিস্থিতিতে স্বস্তি দিতে আগামী অর্থবছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

একজন ব্যক্তির মাসিক আয় ২০২২-২৩ অর্থবছরে ২৫ হাজার টাকার বেশি, তাকে আয়কর দিতে হবে।

তবে নারী, ৬৫ বছরের বেশি বয়সী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে করমুক্ত এ আয়সীমা সাড়ে তিন লাখ টাকা।

সর্বশেষ ২০২০ সালে বাজেট ঘোষণার সময়ে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়।

এর আগে ২০১৫ সালে বার্ষিক করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছিল।