ব্রাহ্মণবাড়িয়ায় বিলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তনের লইস্কা বিলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে পত্তন ইউপি চেয়ারম্যান রতন নিশ্চিত করেন।
এ ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খান নিশ্চিত করেন। তিনিসিহ পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থলে যাচ্ছেন।
বেঁচে যাওয়া যাত্রীরা তাৎক্ষণিক জানান, প্রায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অর্ধশত যাত্রী। স্থানীয়দের সহায়তায় উদ্ধার বিশ-পঁচিশ যাত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।