ভাণ্ডারিয়া হাসপাতালের এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

ভাণ্ডারিয়া হাসপাতালের এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালের জন্য পাঠানো একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার(২১সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে তঁার ভাণ্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’ প্রাঙ্গণে এ চাবি হস্তান্তর করা হয়।  পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. ননী গোপাল রায়ের হাতে এ চাবি হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার , জাতীয় পার্টি-জেপি’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা মো. ইউসুফ আলী আকন পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক জোমাদ্দার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি পার্শ্ববর্তী বন্ধু রাস্ট্র ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ১০৯টি অত্যাধুনিক এ্যামম্বুলেন্স অনুদান হিসেবে পাঠানো হয়। জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র বিশেষ আগ্রহে এ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা গুলোর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য এ  এ্যাম্বুলেন্সটি ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়।