ভাণ্ডারিয়ায় কচাঁ নদীর ভাঙন রোধে বৃক্ষ রোপন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার চরখালীর কচাঁ নদী লাগোয়া মধ্য চরের ভাঙন রোধ এবং চরের বনায়নের সৌন্দর্য বর্ধণে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।
স্থানীয় সাংসদ জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির পরামর্শে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,রোপিত গাছের চারার তত্বাবধায়ক নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন যুবসংহতির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু ছাড়াও চর তীরবর্তী নবীন-প্রবীণ সমাজসেবীবৃন্দ।
বৃষ্টিকে উপেক্ষা করে চরের প্রায় পৌঁণে দুই কিলোমিটার এলাকায় ১০জন শ্রমিকে দিনভর কচাঁ নদীর ভাঙন রোধে ছৈলা চারা এবং চরের বনায়নের সৌন্দর্য বর্ধণে জারম্নল, কৃষ্মচূড়া ও সোনালী রঙসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার চারা রোপন করা হয়।
উল্লেখ্য বলেশ্বর নদের মোহনা চরখালীর ফেরিঘাট সংলগ্ন কচাঁ নদী লাগোয়া মধ্যচর এলাকাটি একটি পর্যটন সাদৃশ্য এলাকা হওয়ায় এটির ভাঙন রোধে ১২৮,পিরোজপুর -২আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিগত তিন বছর ধরে ব্যক্তিগত অর্থায়ণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং বনায়নের ভিতরে দর্শনার্থীদের মনোরম পরিবেশে ঘোরাফেরা করার জন্য রাস্তা নির্মান করেছেন।