ভাণ্ডারিয়ায় করোনা শনাক্তের হার বাড়ছে

ভাণ্ডরিয়ায় (৬এপ্রিল)মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টেস্ট ইউনিটে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত এক দিনে ১৬জনের টেস্ট করা হয় এতে ১১জনের রিপোর্ট পজেটিভ বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়। এর মধ্যে ৮জন উপজেলা আইসুলেসন সেন্টারে এবং বাকিরা চিকিৎসাধীন ।
এদিকে ভাণ্ডারিয়া থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস এর নেতৃত্বে বিকালে পুলিশের একটি টিম নিয়ে ভাণ্ডারিয়া বাজারের ছোট,মাঝারি যানবাহনের অবাধ চলাফেরা এবং জনসমাগম রোধে বিশেষ অভিযান এবং সুরক্ষায় থাকতে স্বাস্থ্যবিধি মানার বিশেষ প্রচারনা পরিচলানা করেন।এছাড়া উপজেলা স্কাউট মাস্ক ব্যবহার করতে শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধ করন কর্মসূচী পরিচালনা করেন উপজেলা স্কাউট সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আজাদ ।