ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত  হয়। ‘

আজ ৮ এপ্রিল (শনিবার) দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়। ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ থিমকে সামনে রেখে সারাদেশের ২৪ লাখ ৩৪ হাজার স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা সারাদেশে দিবসটি উদযাপন করবেন। সংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্কাউট পরিবার ‘বাংলাদেশ স্কাউটস’ দিবসটি উদযাপনে কেন্দ্রীয়ভাবে এবং বিভিন্ন অঞ্চল, জেলা, উপজেলা ও ইউনিটে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এসব কর্মসূচীর ধারাবাহিকতায় ভাণ্ডারিয়া উপজেলা স্কাউট    "স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো" প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৩।

স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি।
 
পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা  ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন  সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
সীমা রানী ধর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি  উপজেলা স্কাউটস ,ভাণ্ডারিয়া, পিরোজপুর  পতাকা উত্তোলন ও বিশেষ ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশ মাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।বাংলাদেশকে সুন্দর,  সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস। সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

মোঃশফিকুল ইসলাম আজাদ, সম্পাদক উপজেলা স্কাউট ভাণ্ডারিয়া, পিরোজপুর   বিশেষ ডে ক্যাম্পের কর্মসূচী গুলো তুলে ধরেন পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন কর্মসূচী, মাস্ক বিতরন,ইকো পার্ক পরিস্কার পরিচ্ছন্ন,ইফতার ও দোয়া মোনাজাত। 


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   হিমাদ্রি দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ও সহকারী কমিশনার, মোঃকামাল হোসেন ,সহকারী প্রথমিক শিক্ষা অফিসার, মোঃআব্দুর রাজ্জাক , সহ-সভাপতি  মোঃসাইদুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক, মোঃআব্দুল আলীম ,উপজেলা স্কাউট লিডার, মোঃরেজাউল আহসান রাজু, উপজেলা কাব লিডার, আজমেরী পারভীন গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি,মোঃশহিদুল ইসলাম মল্লিক, তপন কুমার দাস,মানবেদ্র মিস্ত্রী সহ উপজেলা স্কাউটসের  সদস্যবৃন্দ ।