ভান্ডারিয়া পৌরনির্বাচনে আচরনবিধি লঙ্গনের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ভান্ডারিয়া পৌরনির্বাচনে আচরনবিধি লঙ্গনের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনে আচরনবিধি লঙ্গনের অভিযোগে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। 

সোমবার (১০ জুলাই) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত অভিযোগ পাঠকরেন ওই পৌর সভার আ’লীগসমর্থিত মেয়রপ্রার্থী  মো. ফাইজুররশিদ।

এসময় জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কমিটির সাধারণ সম্পদক ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নেজামুল হক নান্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয় গত ৮ জুলাই বিকালে জাতীয়পার্টির চেয়ারম্যান ও স্থানীয় (পিরোজপুর-২ আসন) এমপি আনোয়ার হোসেন মঞ্জু আচরন বিধি লঙ্গন করে বিশাল গাড়ি ও মোটর সাইকেল বহর নিয়ে সরকারী প্রটোকলে পৌর এলাকায় প্রবেশ করেতার দলীয় প্রার্থী ও চাচাতো ভাই মেয়র প্রার্থী মাহিবুল ইসলাম মাহিমের পক্ষে শোডাউন করেন। এতে এলাকায় আতংক বিরাজ করছে বলে সংবাদ সম্মেলনে দাবী করাহয়। এ  ছাড়া গত রবিবার (০৯ জুলাই) দুপুরে তার জামাতা যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রায় অর্ধশত মোটর শোভা যাত্রাসহ সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারনা করেন। ওইদিন পৌর সভার বাসষ্ট্যান্ডে বসে ছাত্রলীগের কর্মীরা নৌকারপক্ষে ¯েøাগানদিলেতাদের পিস্তল উচিয়ে হুমকী দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ বিষয়ে জানতে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সকের  মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। তাইতার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী আরো অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল ও সহিংসতা করতে জেপি প্রার্থী বিভিন্ন ভাবে পায়তার করছেন। এমন কি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে পারে বলে তিনি আশংকা করছেন। 

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ওই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৫জন , ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিতনারীওয়ার্ডে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।