ভারত থেকে আসছে ১২ লাখ টিকা

ভারত থেকে আসছে ১২ লাখ টিকা

নিষেধাজ্ঞার মধ্যেই ভারত সরকারের উপহার হিসেবে আরও ১২ লাখ ডোজ করোনা টিকা আসছে। শুক্রবার স্বাধীনতা ও জাতীয় দিবসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এসব টিকা আসছে।

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নং-এএল ১২৩০) বেলা ১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা পৌঁছানোর কথা রয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে বুধবার এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে উপহারস্বরূপ এই ১২ লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে।

৩টি ব্যাচের এক লাখ ২০ হাজার ভায়ল ১০০টি বাক্সে প্যাকেট করে পাঠানো হচ্ছে এসব টিকা।

এর আগে গত জানুয়ারি মাসে ভারত সরকার ২০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল।