কলাপাড়ার পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা ভারতীয় ৩২ টি মাছ ধরার ট্রলার জব্দসহ প্রায় পাঁচ শত জেলেকে নিরাপদ হেফাজতে নিয়েছে।
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে দিক হারিয়ে এসব ফিশিং বোট রাবনাবাদ চ্যানেলে প্রবেশ করলে কোস্টগার্ড তাদের নিরাপদ হেফাজতে নেয়। এসব ট্রলারের প্রত্যেকটিতে ১৫-১৮ জন জেলে রয়েছে। পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে মাছ শিকাররত অবস্থায় ঝড়ের কবলে দিক হারিয়ে ফেলে।
কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোন অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন কোস্টগার্ড।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, ট্রলারে থাকা জেলেদের নাম ঠিকানা সংগ্রহ করছেন। অধিকাংশ জেলের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের ২৪ পরগণা এলাকায়।
What's Your Reaction?






