ভারতে আইপিএলের আশা ছেড়ে দিলেন সৌরভ

ভারতে আইপিএলের আশা ছেড়ে দিলেন সৌরভ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা। কিন্তু সেই সম্ভাবনাতেও জল ঢেলে দিলেন এবার খোদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেছেন, ‌করোনা এখনই ভারত থেকে বিদায় নেবে না। এ বছর তো থাকবেই, আগামী বছরের শুরুর দিকেও এর দাপট বজায় থাকতে পারে। আমাদের ততদিন অব্দি অপেক্ষা করতে হবে। কারণ কেউই অসুস্থ হতে চায় না।‌

‘‌আগামী ২ থেকে ৪ মাস আরও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের। এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমরা। আমাদের ধৈর্য ধরতেই হবে। আমাদের প্রতিষেধকের জন্য অপেক্ষা করতে হবে।’

তবে এটাও ঠিক বিসিসিআই যে কোনো মূল্যে আইপিএল আয়োজন করতে চায়। কারণ তাদের বড় আয়ের উৎস এই টুর্নামেন্ট। ভারতে না হলে বিদেশের মাটিতে হতে পারে আইপিএল। এরইমধ্যে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত প্রস্তাব দিয়েছে।

একইসঙ্গে নিউজিল্যান্ডও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের স্বাগতিক হতে চাইছে।