ভারতে চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা

আর কয়েক ঘণ্টা পরেই শেষ হতে যাচ্ছে ভারতে তৃতীয় দফার লকডাউন।জানিয়ে দেওয়া হল, গোটা ভারতে চতুর্থ দফার লকডাউন জারির খবর। চলবে ৩১ মে পর্যন্ত।
রবিবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে আরও দু'সপ্তাহ লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে।
তারপরেই এই সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। জানা গেছে, এই দফায়,চালু হতে চলেছে আন্তঃরাজ্য পরিবহণ পরিষেবা। সেক্ষেত্রে যে দুই রাজ্যের মধ্যে পরিবহণ হবে, সেই দু'পক্ষেরই অনুমতি লাগবে। রাজ্যের ভিতরে বাস ট্যাক্সি-সহ অন্য গণপরিবহণের সুবিধে কতটা পাওয়া যাবে তা ঠিক করবে রাজ্য প্রশাসনই।
অন্যদিকে, এবার রাজ্যের সংক্রমণ পরিস্থিতি বিচার করে সমস্ত জোনগুলো ঠিক করার স্বাধীনতা দেওয়া হচ্ছে রাজ্যকেই। ব্যবসায়িক স্বার্থে যে সব গাড়িগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্য যায়, সেগুলোকেও ছাড় দেওয়া হচ্ছে। আটকানো যাবে না খালি ট্রাককেও। কেন্দ্রের গাইডলাইন অনুয়ায়ী, এই দফাতেই বন্ধ থাকছে স্কুল-কলেজ।
সিনেমাহল,শপিং মল খুললেও তাতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবাও। উল্লেখ্য, ২৩ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। একদিকে যেমন ধাপে ধাপে বেড়েছে লকডাউনের মেয়াদ, তেমন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও।
পরিসংখ্যানের নিরিখে চীনকে ছাড়িয়ে ভারত দাঁড়িয়ে রয়েছে এক লক্ষের দরজায়।