ভারতে রাসায়নিক কারখানায় আগুন

ভারতে রাসায়নিক কারখানায় আগুন

ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলায় একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

রাসায়নিক কারখানাটির ভেতর এখনও বেশকিছু শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।

পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে জানিয়েছেন, দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কারখানাটিতে বয়লার ফেটে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিস্ফোরণ থেকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে বলে। এতে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা তদারকি করা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।