ভারতে শিথিল লকডাউন,শর্তসাপেক্ষে দোকানপাট খোলার অনুমতি

ভারতে শিথিল লকডাউন,শর্তসাপেক্ষে দোকানপাট খোলার অনুমতি

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ভারতজুড়ে চলছে লকডাউন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ব ঘোষনা অনুযায়ী দেশটিতে আজ শনিবার থেকে অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকায়গুলোতে লকডাউন শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেশের বেশ কিছু এলাকায় দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশের ফলে লকডাউনের মধ্যেও স্বস্তি পাবেন অনেক ছোট ব্যবসায়ী। এছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) থেকে মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তাই, সেক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে এর মধ্যেও কিছু নিয়ম মানতে হবে।

শনিবার থেকে যা যা খুলছে

১. শপ ইস্টাবলিস্ট অ্যাক্টের আওতায় থাকা সব দোকানই খোলা যাবে। যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানও খুলবে। তবে, পৌর এলাকায় কোনও কমপ্লেক্সের দোকান খুলবে না

২. শহরাঞ্চলে শুধুমাত্র সিঙ্গল দোকান খুলবে।

৩. পাড়ার বাজারে বা জনবসতি এলাকার সব দোকান খুলবে।

৪. গ্রামাঞ্চলে বা মফস্বলে থাকা যেসব দোকান ওই আইনের আওতায় রয়েছে, সেগুলি সবই খুলবে।

৫. মার্কেট কমপ্লেক্সের বাইরে থাকা সেলুন খুলবে।

৬. জনবসতি এলাকায় কমপ্লেক্সের বাইরে থাকা দর্জির দোকান খুলবে।

৭. সব দোকানে কেবলমাত্র ৫০ শতাংশ কর্মী কাজ করবেন। প্রত্যেককে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৮. অতিপ্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য দোকান খোলা যাবে। তবে, সেগুলো সবই হতে হবে সিঙ্গল দোকান।

কী কী বন্ধ থাকছে:

১. শপিং মল ও সিনেমা হল বন্ধ থাকবে।

২. যে কমপ্লেক্সে অনেক দোকান আছে, সেসব খোলা যাবে না।

৩. পৌর এলাকার বাইরে কোনও শপিংমলের দোকান খুলতে পারবে না।

৪. শপিংমলের মধ্যে থাকা বুটিক খোলা যাবে না।

৫. বন্ধ থাকবে মদের দোকানও।

সূত্র: কলকাতাটুয়েন্টিফোর