ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ হাজার

ভারতে আবারও বাড়ল করোনা সংক্রমণ। দেশটিতে ফের ৪৬ হাজার ছাড়াল দৈনিক আক্রান্ত। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি। এ বছর ১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আক্রান্ত হলেন এদিন। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও শনিবার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। গোটা মহামারীতে দেশটিতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনের।