ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩২৯, শনাক্ত ৫১ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩২৯, শনাক্ত ৫১ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫ জন।