ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ হাজার ৬১৮

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ হাজার ৬১৮

ভারতে দৈনিক সংক্রমণ বুধবার ৪৭ হাজার ছাড়িয়েছিল। ৪০ হাজারের বেশি হলেও তা আরও একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭।

আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। গোটা মহামারীতে করোনার জেরে দেশে মোট প্রাণ গিয়েছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জন।
আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে গত কয়েকদিন ধরে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৯০৩। এর জেরে ফের চার লাখ ছাড়াল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে কেরলেই সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি।