ভালো ক্রিকেটার তৈরিতে আশা মাশরাফীর

ভালো ক্রিকেটার তৈরিতে আশা মাশরাফীর

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে সিরিজ জিতলেও বিতর্ক উসকে দিয়েছিল। সিরিজ শেষে সাকিব বলেছিলেন, এমন উইকেটে খেললে যেকোনো ব্যাটারের ক্যারিয়ার ১০/১৫ ম্যাচ পর শেষ হয়ে যাবে। ডিপিএলের মাহমুদউল্লাহ রিয়াদের ড্রেসিং রুমে লাথি মাররা দৃশ্য তো এখনও ভোলার নয়। তবে এবারের বিপিএলে সে চিত্রপটে পরিবর্তনের আভাস মিলছে। তাই তো মাশরাফী বিন মোর্ত্তজার মতে এমন উইকেট থাকলে ভালো ক্রিকেটার তৈরি হবে।

দলের এমন পারফরম্যান্সের পেছনে সব খেলোয়াড়ের অবদানকেই বড় করে দেখছেন মাশরাফী, ‘পুরো দলের সবাই চেস্টা করেছে শুরু থেকেই। মাঠের খেলা নিয়ে তো কিছু বলা যায় না, আমরা মাঠের বাইরের ব্যাপারগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করছি যেন মাঠে তার প্রতিফলন পড়ে। তাই আমার কাছে মনে হয়, শুধু আমাকে ঘিরে নয় (ইটস নট অ্যাবাউট মি), ব্যাপারটি গোটা দলেরই।’

এবারের বিপিএলের শুরু থেকেই নানা কারণে সমালোচিত হচ্ছে বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু অনেক সমালোচনার মধ্যেও মাঠের ক্রিকেটটা ভালো হচ্ছে বলেই দাবি মাশরাফীর।

মিরপুর স্টেডিয়ামের উইকেট ভালো থাকায় সেটা সম্ভব হয়েছে বলে মনে করেন মাশরাফী, ‘উইকেট ভালো হলে খেলা সহজ হয়। এমনিতে উইকেট তো চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। (মিরপুরে) এমন উইকেট তো পাওয়া যায় না। তিন দিন যে উইকেট দেখলাম, দারুণ উইকেট। এমন উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে।’

বিপিএলে এবারও ডিআরএস নেই। বিকল্প ব্যবস্থা হিসেবে এডিআরএস রাখা হয়েছে। আম্পায়ারিংয়ের মান নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে কয়েকটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক জড়িয়ে পড়তে দেখা গেছে খেলোয়াড়দের।

মাশরাফী মনে করেন, আম্পায়ারিং ভালো করার দায়িত্বটা আম্পায়ারদেরই নিতে হবে, ‘দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার মান ওপরে নিতে না পারেন, এটা তার ব্যাপার। বাইরে থেকে আম্পায়ার আনা যায়। কিন্তু আমি বলব, আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে। তারা এখন থেকে যদি কিছু শেখে, তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত হবেই, এটা স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্যান্য কিছু নেই। আমার কাছে মনে হয়, কিছু সাহসী সিদ্ধান্ত যদি নেওয়া যায় মাঠে, যে রকম আমরা বাইরে দেখি বা আন্তর্জাতিক ম্যাচে, সে রকম স্ট্যান্ডার্ড সেট করতে হলে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ নিতে হবে।’