ভাষাসৈনিক কিংবদন্তি সার্জন মির্জা মাজহারুলের করোনায় মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক উপমহাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মির্জা মাজহারুলের ভাতিজা মির্জা তোফাজ্জল জানান, বারডেমে জানাজা শেষে এই ভাষাসৈনিককে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মির্জা মাজহারুল ঢাকা মেডিকেল কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সোসাইটি অব সার্জন অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতির দায়িত্বে ছিলেন।
ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য তাকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করা হয়।
মির্জা মাজহারুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন।