ভিকি-ক্যাটরিনার বিয়ে

যোধপুরে সাতপাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকল জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। বৃহস্পতিবার যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।
বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাতপাক ঘুরেছেন দুজনে। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। নতুন কনের ফাঁস ছবিতে আবছা দেখা যাচ্ছে তার মুখ, সেই দেখেই ধন্য ধন্য করছেন ফ্যানেরা।
বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি তাতে হতবাক সকলেই। কিন্তু এতো গোপনীয়তার মাঝেও ছবি শিকারিদের নজর এড়াল না বর-কনে। দূর থেকে জুম করেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন ভিকি-ক্যাটরিনা।
পরনে সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা, মাথায় ওড়না, মাংগ টিকা, হাতে ভর্তি কলিরেঁ- মন্ত্রমুগ্ধ করলেন ক্যাটরিনা। তার ক্লোজ আপ শটস দেখবার প্রতীক্ষায় ফ্যানেরা।
আলোর রোশনাইতে সেজে উঠেছে গোটা বারওয়ারা ফোর্ট, দূর্গের ছাদ বারন্দায় দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। পরিচয় করে নিন মিস্টার অ্যান্ড মিসেস কৌশলের সঙ্গে।