ভিড় বাড়ছে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে

লকডাউনের ঘোষণায় ভিড় বাড়ছে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে। আজ রবিবার বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা।
সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা গেছে, ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে যাত্রীরা গ্রামের বাড়িতে ফিরছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে লঞ্চঘাটে। লঞ্চঘাটে যাত্রীদের চাপ ছিলো চোখে পড়ার মতো।
যাত্রীরা জানায়, 'ঢাকা জনবহুল শহর হওয়ার কারণে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। তাই তারা বাড়ি যাচ্ছেন।'
এছাড়াও ফরিদপুরের যাত্রী শিউলি আক্তার বলেন, 'আমার স্বামীকে প্রতিদিন কারখানায় যাওয়া আসা করতে হয়। আমার ছোট দুইটি বাচ্চা রয়েছে। তাদের কথা চিন্তা করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।'
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক মো.আফতাব উদ্দীন বলেন, 'আজ ভোর থেকে লঞ্চঘাটে যাত্রীর চাপ বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি লঞ্চ চলাচল করছে। আগামীকাল সোমবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।'
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, 'দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। আজ যাত্রীর চাপ থাকবে। আগামীকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেলে ফেরির সংখ্যাও কমে যাবে।'
তবে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও করোনা সংক্রমণ রোধে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি।