ভোট সুষ্ঠু করতে আট পৌরসভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

ভোট সুষ্ঠু করতে আট পৌরসভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ২৭ জুলাই সাতটি এবং ৩১ জুলাই একটি পৌরসভা ভোট উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলীর স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে দেয়া ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটরা পেনাল কোডের অধীনে মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। ভোট সুষ্ঠু করতে আট পৌরসভায় আট জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকা জেলার দোহার, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ফরিদপুর জেলার মধুখালী, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং মেহেরপুর জেলার গাংনী পৌরসভার স্থগিত থাকা ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভাগুলোতে ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।