ভোলা সরকারি কলেজে বাহারি রকমারি পিঠা উৎসব

ভোলা সরকারি কলেজে বাহারি রকমারি পিঠা উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ভোলা সরকারি কলেজে বাহারি রকমের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কলেজের কলেজের বকুলতলা ছায়াবীথি প্রাঙ্গণে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দিনভর চলা এই পিঠা উৎসবে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের আগমনে উৎসব মুখোর হয়ে উঠে। 

এই পিঠা উৎসবে অংশ নেয়া কলেজের বিভিন্ন ডিপারমেন্টের শিক্ষার্থীরা তাদের তৈরীকৃত প্রায় শতাধিক রকমের বাহারি পিঠা স্টলে প্রদর্শন করেছেন। এর সাথে পিঠা উৎসবকে আরও প্রানবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পিঠা উৎসবে অংশ নেয় কলেজে ১৬টি ডিপারমেন্ট ও উচ্চ মাধ্যমিকের দুটি শাখার শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে বানানো চন্দ্রপুলি, নকশি, খিরপুলি কেউবা ঝিনুক বা হৃদয় হরনসহ নানা নামের পিঠা। জামাই পিঠা ও বউ পিঠাসহ রয়েছে বিজ্ঞান বিভাগের হাইড্রোজেন পিঠা সহ ব্যতিক্রম বহু ধরনের পিঠা। এ পিঠা তাদের স্টল গুলোতে প্রদর্শন করে ক্রেতাদের মাঝে নিজেরাই পরিবেশন করেন। পিঠার এমন মনমুগ্ধকর প্রদর্শন দেখে মুগ্ধ মেলায় আশা সকল দর্শনার্থীরা। 

এ যেন ক্যাম্পাস জুড়ে ফুটে উঠেছে গ্রাম বাংলার এক অনন্য প্রতিচ্ছবিজিওগ্রাফি ডিপার্টমেন্ট এর মোঃ মামুন সহ একাধিক  শিক্ষার্থীরা জানান, এই উৎসবের মাধ্যমে জানতে পারলাম আমাদের গ্রাম বাংলার বাহারি রকমের পিঠার নাম। এই উৎসব শিক্ষার্থীদের মিলন মেলায় রুপ নিয়েছে। অত্র কলেজ এর অধ্যক্ষ গোলাম জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবের মাধ্যমে বাঙ্গালীর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে। শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের পিঠার সাথে নিজেদেরকে পরিচিত হওয়ার সুযোগ পেলো।