ভোলার নিখোঁজ ৪৭ জেলে জীবিত উদ্ধার

ভোলার নিখোঁজ ৪৭ জেলে জীবিত উদ্ধার

গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার ৪টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৪৭ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া ৪৭ জেলের সকলেই সুন্দরবন এলাকায় আছেন। খবর পাওয়া পরপরই তাদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় ঝড়ের কবলে পড়ে ভোলার ৪টি মাছ ধরার ট্রলার ৬০ জন মাঝি-মাল্লা নিয়ে ডুবে যায়। এর মধ্যে রয়েছে, লালমোহন উপজেলার বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার, লর্ডহার্ডিঞ্জ বুড়িরদোন এলাকার নূরুউদ্দিন মাঝির ট্রলার ও গাইট্টা এলাকার নাজিম উদ্দিন মাঝির ট্রলরসহ আরও একটি ট্রলা। এ সময় আশপাশের জেলেরা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৪৭ জেলে নিখোঁজ ছিলেন।