ভোলায় পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

ভোলায় পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

ভোলায় আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য পরিবার পরিকল্পনা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ শুক্রবার ভোলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনিবার্য কারণবশত উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবার পরিকল্পনা বিভাগের উক্ত পদে কতিপয় স্বেচ্ছাসেবক অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন। তাদেরকে নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করায় স্বেচ্ছাসেবীরা উকিল নোটিশ পাঠিয়েছে। এ কারণে আজ শুক্রবার বিকালে পরীক্ষা স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল জানান, নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এক জরুরি সভায় শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৭টার পরে পরীক্ষার্থীদেরকে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।  

পুস্পেন্দু মজুমদার, মিজানুর রহমান, বিবি মরিয়মসহ বেশ কয়েকজন পরীক্ষার্থী ক্ষোভ জানিয়ে বলেন, হাজার হাজার টাকা খরচ করে তারা পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের ক্ষতি হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে তা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন তারা।