ভোলায় ৩ প্রবাসীকে জরিমানা

ভোলায় ৩ প্রবাসীকে জরিমানা

ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের জরুরি সভা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী ভোলা-বরিশাল রুটে স্পিডবোটের যাত্রীদের একই লাইভ জ্যাকেট বারবার ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ওই সভায় লঞ্চ ও বাস স্ট্যান্ডে হ্যান্ড ওয়াসের ব্যবস্থা রাখা কথা বলা হয়। 

এছাড়াও বিদেশ থেকে ভোলায় আসা ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে নির্দেশ না মানায় ৩ জন প্রবাসীকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। এ সময় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি করোনা প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন। সভায় ইউপি চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।