ভোলায় ৩ লাখের অধিক মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি চলছে

ভোলায় ৩ লাখের অধিক মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি চলছে

 ‘ঘূর্ণিঝড় ‘ইয়াস’মোকাবিলায় ভোলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়। এতে বলা হয়েছে ভোলায় উপকূলের ৩ লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সাত উপজেলার ৪০টি দ্বীপচরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের আশ্রয় কেন্দ্রে আনার এ প্রস্তুতি নেয়া হবে। ঝড় মোকাবেলায় জেলার ৭০৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৭৬ টি মেডিকেল টিম। অন্যদিকে সিপিপি'র ১৩ হাজার স্বেচ্ছাসেবী ছাড়া ও রেডক্রিসেন্ট ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৮ টি কন্ট্রোল রুম। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবেলা ৩২৫ কি.মি. বেড়িবাঁধের মধ্যে ৫৩ কি.মি. বাঁধের স্লোপ সিসি ব্লক ধারা বাঁধ সংরক্ষণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ গুলোকে মেরামত করা হয়েছে। এছাড়া ইয়াসের তাণ্ডবের হাত থেকে রক্ষার জন্য ৩৫ হাজার জিও ব্যাগ মজুত রাখা হয়েছে। এছাড়াও সিগনাল বাড়ার সাথে সাথে উপকূলের মানুষকে সচেতন করা হবে জানান জনপ্রতিনিধিরা।

এদিকে ‘ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় আগাম সকল প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপকূলীয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে  প্রস্তুতি থাকার জন্য। যাতে মানুষের জানমাল সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়।
তবে স্থানীয়রা জানান আজ সকালে সাগর মোহনার ঢালচরসহ বেশ কিছু নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।