ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে অক্ষত ইতো

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন ক্যামেরুনের সাবেক অধিনায়ক স্যামুয়েল ইতো।
বিবিসি জানিয়েছে, তারকা এই ফুটবলার সম্প্রতি ক্যামেরুনের ডুয়ালা এবং বাফৌসামে ভ্রমণ করেন। এসময় বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ইতোর গাড়ির সামনের দিকটা একদম দুমড়ে-মুচড়ে গেলেও কেউ আহত হননি।
ইতোর মুখপাত্র ফ্রাঙ্ক হ্যাপি বিবিসি স্পোর্ট আফ্রিকাকে বলেছেন, বার্সার সাবেক তারকার কোথাও আঘাত লাগেনি। তবু বাড়তি সতর্কতার জন্য হাসপাতালে চেকআপ করিয়েছেন।
চালকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেননি ইতো। দুর্ঘটনার পরপর তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্থানীয়রা পাকড়াও করে তাকে পুলিশে দিয়েছে।
ইতোর সঙ্গে ওই ড্রাইভারের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। সেখানে তিনি চালককে আরও সতর্ক হয়ে গাড়ি চালাতে বলেন।
ক্যামেরুনের ক্রীড়া সাংবাদিক মার্টিন ক্যামাস ফেইসবুকে জানান, ইতো ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে ইতো সুস্থ আছেন এবং চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।
আফ্রিকান ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের কাতারে রাখা হয় ইতোকে। বার্সেলোনা ও ইন্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।
ভোরের আলো/ভিঅ/১০/২০২০