মঠবাড়িয়ায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শাখার ২১তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, উদীচীর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি শেখ আনিসুর রহমান, পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালিদ আবু, মঠবাড়িয়া শাখার সাবেক সভাপতি মোতালেব মধু, প্রতিষ্ঠাতা সদস্য বাসুদেব হাওলাদার, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি শিবু সাওজালকে পুনঃরায় সভাপতি ও উদয় শঙ্কর ভক্তকে সাধারণ সম্পাদক এবং ফিরোজ আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের মঠবাড়িয়া উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর নতুন কমিটি এ শাখার নেতৃত্ব দিবেন।
এদিকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উদীচীর দলীয় কার্যালয় গিয়ে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জাকিয়া মনি, তাহমিনা বেগম, নাজমা রোকেয়া, ইলিয়াস মিয়া, সহ-সাধারণ সম্পাদক- বাদল কৃষ্ণ টুটুল, মেহেদী হাসান, কোষাধ্যক্ষ-অভিতাভ মজুমদার, সম্পাদক মন্ডলি- পরিতোষ হালদার, যুগল অধিকারী, জিমদিত্ত্ব টুটুল, নাসরিন আক্তার। সদস্যরা হলেন- মমতাজ, দিলিপ কর্মকার,রুবী রানী, জুরান পাইক, বিপুল হালদার, অরুন কর্মকার,মৃণাল হালদার, নজরুল ইসলাম, সবুজ মিত্র নীল।