মঠবাড়িয়ায় চার ধাপে ৮৩০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঘর

পিরোজপুরের সর্ব বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় পর্যায়ক্রমে চার ধাপে মোট ৮৩০ জন ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো তাদের ভিটেমাটির ঠিকানা।
বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মঠবাড়িয়া উপজেলার ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহের চাবী হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এর ফলে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বৃহত্তর এ উপজেলাটিকে শতভাগ ক-শ্রেনির ভূমিহীন ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
এদিন ঘর হস্তান্তর উপলক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. সফিকুল আলম সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মি ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে পৌর শহরে একটি আনন্দ র্যালী বের করা হয়।
উল্লেখ্য- আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চার ধাপে মোট ৮৩০টি উপকারভোগী পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। যার প্রথম ধাপে ১৮১টি গৃহ, দ্বিতীয় ধাপে ২০০টি, তৃতীয় ধাপে ২৯৫ এবং চতুর্থ ধাপে ১৫৪ টি গৃহ নির্মাণ শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।