মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে মঠবাড়িয়ার জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেণ।
রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার শহিদ মাখনলাল দাস মিলনায়তনে প্রথমে আলোচনা সভা, আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ দু’জনকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন মৎস্যচাষী মো. দেলোয়ার হোসেন বাহাদুর এবং মৎস্য উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হন মো. মহিদুল হক।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, উপজেলা মৎস্য কমিটির সভাপতি সন্তোষ কুমার, মৎস্যজীবী আব্দুর রাজ্জাক হাওলাদার, শাহা-আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চায়না জাল, কারেন্ট জাল, ভুচনা জাল, বেরী জাল,খড়াজাল সহ অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। যাতে পোনামাছ অবমুক্ত থাকতে পারে। এছাড়া মৎস্য শিকারের আবরোধকালীন সময়ে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণের নানা রকমের অনিয়মের কথাও তুলে ধরেন তারা।
পরে উপস্থিত কর্মকর্তা, সুবিধাভোগী জেলে, বিভিন্ন ইউনিয়নে মৎস্য কমিটির সদস্যবৃন্দ স্থানীয় গণমাধ্যমর্কীদের নিয়ে একটি র্যালি করা হয়। র্যালি শেষ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য অফিস থেকে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) এই সাত দিন নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ২৫ জুলাই মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২৭ জুলাই উপজেলা বিভিন্ন গুরুপ্তপূর্ন এলাকায় মাছ চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও প্রামান্য চিত্র প্রদর্শণ। ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হবে। এবং ২৯ জুলাই সমাপনি অনুষ্ঠান হবে।