মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন করা হয় পরে শহিদ মাখন লাল দাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান মিজু।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মতিয়ার রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, প্রভাষক মাহবুবুর রহমান রামীম, সমবায়ি ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, শাহ আলম প্রমুখ।সভাশেষ ৫ জন সফল সমবায়ি ও ১৫টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।