মঠবাড়িয়ায় ডায়রিয়ার বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স

মঠবাড়িয়ায় ডায়রিয়ার বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স

করোনা আতঙ্কের মাঝে মঠবাড়িয়ায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক সাথে এতো রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। 

গত এক সপ্তাহে ডায়েরিয়া আক্রান্ত হয়ে শিশুসহ ২ শতাধিকেরও বেশি নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি হয়। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেড না পাওয়ায় অনেক রোগীদের মেঝেতে বিছানা করেই সেবা নিতে দেখ যায়। মূলত দূষিত পানি পান, বৈরী আবহাওয়া ও প্রচন্ড গরমের কারণে ব্যাপক হারে এ ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নের ১৭২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও পাশর্^বর্তী পাথরঘাটা, বামনা ও কাঠালিয়া থানার ৩০-৩২ জন রোগীও চিকিৎসা নিচ্ছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম জানান, প্রচন্ড গরম, গ্রামাঞ্চলের মানুষের দূষিত পানি পান ও বাসি-পঁচা খাবারের কারণে হঠাৎ করে ডায়রিয়ার রোগী বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি সকলকে পানি ফুঁটিয়ে বিশুদ্ধ করে পান করা ও মহামারী করোনা থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।