মঠবাড়িয়ায় নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

মঠবাড়িয়ায় নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ সরোয়ার হোসেন খান। গত সোমবার (১১ এপ্রিল) নতুন কর্মস্থল হিসেবে তিনি বৃহত্তর মঠবাড়িয়া উপজেলায় যোগদান করেন।

আজ বুধবার (১৩ এপ্রিল) নিজ কার্যালয়ে বসে দৈনিক ভোরের আলোকে যোগদানের বিষয় নিশ্চিত করেন। এর আগে তিনি মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

ডাঃ সরোয়ার হোসেন ঢাকা গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ৩৩ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় নিয়োগ পান তিনি। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। 

এর আগে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ আলী হাসান। স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে তাকে টুঙ্গিপাড়া আরএইচটির সহকারী পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

ডাঃ মোঃ সরোয়ার হোসেন খান দৈনিক ভোরের আলোকে বলেন, আমি সরকারের সকল চিকিৎসা সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।