মঠবাড়িয়ায় বছরের প্রথম দিনে ৩৫১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেল নতুন বই

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বই উৎসব পালন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন। এরফলে বছরের প্রথম কর্মদিবসেই উপজেলার হাজার হাজার শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে উৎসব-আনন্দে মেতে উঠতে দেখা যায়।
রবিবার (১লা জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করে। সাথে সাথে ওই একই সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে বই উৎসব পালন করে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া পৌর প্রশাসক উপজেলা আলীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ। এসময় বক্তব্য রাখেন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমীন ,উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, বছরের প্রথম দিনে উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন বই তুলে দেওয়ার এই বই উৎসবটি আমার কাছে এক অনন্য অনুভূতি। দেশ এবং বিশ্বের মধ্যে একটি বিস্ময় এ উৎসব। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইতিহাসটি রচনা করেছেন। এসময় তিনি শিক্ষার্থীদের পাঠ্য বই পড়ে প্রকৃত শিক্ষায় নিজেকে স্বশিক্ষিত হিসেবে গড়ে তুলতে আহবান জানান।