মঠবাড়িয়ায় বণিক সমিতির প্রতিবাদ

মঠবাড়িয়ায় বণিক সমিতির প্রতিবাদ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ীদের সংগঠন ‘মঠবাড়িয়া বাজার বনিক’ সমিতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির সংদস্যবৃন্দ।

মঙ্গলবার রাত ৮ টায় মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যলয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল হাসান খোকা মিয়া। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মঠবাড়িয়া সদর রোড সংলগ্ন ফার্মেসী গল্লিতে তামিম টেলিকম দোকান মালিকের দাবি গত ২৭ ডিসেম্বর রাতে তার দোকান চুরি হয়েছে। পরবর্তীতে আবার তাকেই বলতে শুনা যায় এরকম ঘটনা ঘটেনি। কিছুদিন পরে পুন:রায় চুরি হওয়ার দাবি করে বেড়ায়। বিভিন্ন সময়ে তার অসঙ্গতি কথাবার্তা আমাদের কাছে সাজানো নাটক মনে হয়। আমাদের দায়িত্বশীল বণিক সমিতির সদস্যরা ওই দোকানের সামনে “মোবাইল প্লাস” নামক দোকানের সিসি ফুটেজে পর্যালোচনা করে দেখেছে। তাতে চুরির মত ঘটনা ঘটেনি। বণিক সমিতি মনে করে এটা মিরাজের সাজানো নাটক। মিরাজ এ সাজানো ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন দাবি তুলে বণিক সমিতি ও আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে অশ্লীল মন্তব্য করে বেড়ায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম জমাদ্দার, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক, স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী শফিকুর রহমান, ব্যবসায়ী সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, সিয়াম গার্মেন্টস এর স্বত্তাধিকারী সাংবাদিক মিজানুর রহমান মিজু, আরিফ ট্রেডার্সের মালিক মো. আরিফুর রহমান সোহাগসহ, পৌর শহরের শতাধিক ব্যবসায়ি।