মঠবাড়িয়ায় বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশদের দ্বিচক্রযান বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাওয়া বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকারের অর্থায়নে মঠবাড়িয়া উপজেলায় করোনা ও দূর্যোগকালীন সময়ে সাহসী যোদ্ধা হিসেবে ১১০ জন গ্রাম পুলিশের নামে এ বাই সাইকেল গুলো বরাদ্দ ছিল।
অাজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে প্রশাসনের অায়োজনে স্থানীয় সরকার এর উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দকৃত ১১০ জনের মধ্যে ৪০ জন গ্রাম পুলিশদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন।
পরে পর্যায়ক্রমে বাকী ৯০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানা যায়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি নাহিদ ফারজানা সিদ্দিকী তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে গ্রাম পুলিশ প্রত্যন্ত এলাকায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকেন। করোনা যোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উপহার এ বাইসাইকেল। তিনি করোনা মহামারি ঠেকাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য গ্রাম পুলিশ সহ সকলের প্রতি অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক বলেন, “প্রাণঘাতী অদৃশ্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় সরকারের অর্থায়নে ১১০ জন গ্রাম পুলিশদের মধ্যে ৪০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে বাকী ৯০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।তিনি গ্রাম পুলিশদের সরকারের নির্দেশনা তথা স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।” এ সময় উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান, অারিফুর রহমান সিফাত, মহিলা ভাইস - চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সিএ দিবাকর বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।