মঠবাড়িয়ায় সচেতনতা ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া

ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, দূর্যোগ মূহুর্তে করনীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় প্রস্ততি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মাঠ মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, বরিশাল ঘূর্ণিঝড় প্রস্তত কর্মসূচি (সিপিপি)‘র উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন মিয়া, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা সিপিপি কর্মকর্তা আরাফাত ইসলাম, সিপিপি উপজেলা টিম লিডার ইব্রাহীম খলিল ফরাজী, ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন, মঠবাড়িয়াা সদর ইউনিয়ন টিম লিডার শাহাদাৎ হোসেন প্রিন্স।