মঠবাড়িয়ায় সপ্তাহের ব্যবধানে ৩ চুরি - ডাকাতি

মঠবাড়িয়ায় সপ্তাহের ব্যবধানে ৩ চুরি - ডাকাতি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহের ব্যবধানে ৩টি চুরি ও এক রাজনৈতিক নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। একের পর এক বাসাবাড়ি ও গ্রামাঞ্চলে চুরি-ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অব্যাহত এসব ঘটনায় এলাকার মানুষকে এখন প্রায়ই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সর্বশেষ শুক্রবার ২ ডিসেম্বর গভীর রাতে উত্তর মিঠাখালী গ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ এর বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এদিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিনের বাড়ি দুর্ধর্ষ চুরি ও উপজেলার পাঠাকাটা গ্রামে সামসুল হকের ছেলে সুমনের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোররা। চলতি সপ্তাহে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বীরেন্দ্র নাথ শিকদারের ছেলে বিধান মাস্টারের ঘরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এছাড়া গত মাসে পৌর শহরের ৮নং ওয়ার্ডে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. মারুফুজ্জামান এর বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে। 

তাজউদ্দিন আহম্মেদ জানান, রাতে ফুটবল খেলা দেখে শুয়ে পরলে ৩ টার দিকে ৬-৮ জনের সংঙ্ঘবদ্ধ ডাকাত দল কৌশলে পাকা ভবনের নিচতলার পিছনের দরজা খুলে ঘরে ঢুকে দোতালায় গিয়ে তাঁকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে, নগদ ৭৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ২ টি মোবাইলসহ বিভিন্ন মামলামাল নিয়ে যায়।

রুহুল আমিন বলেন, শুক্রবার রাত ৯ টার দিকে ঘরের সামনে এসে দরজা খোল দেখেন । পরে দেখতে পান টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুর্ধর্ষ চোর সদস্যরা ঘরে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে গেছে। তার লক্ষাধিক টাকার মামলামাল খোয়া গেছে বলে তিনি জানান।

সুমন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় খাবারে খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে গোয়াল ঘরে  এসে দেখতে পান ৮ টি গরুর মধ্যে ৩ টি বড় গরু গোয়াল ঘরের বেড়া ভেঙে চোর সদস্যরা নিয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শীঘ্রই ডাকাত সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবো। সাবেক কাউন্সিলর রুহুল আমিন অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হবে।

বরিশাল বিভাগের প্রথম ব্যান্ড ক্রিডেন্সের লিড ভোকাল টুটুল এর ইন্তেকাল 
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিভাগের প্রথম ব্যান্ড গ্রুপ ক্রিডেন্সের ভোকালিস্ট কুদরত এলাহী টুটুল (৬৭) ইন্তেকাল করেছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তৌসিফ এলাহী। তিনি বলেন, বাবা বাধ্যর্কজনিত বেশকিছু রোগে আক্রান্ত ছিলেন। আসরবাদ বগুড়া রোড চৈতন্য স্কুল প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।কুদরত এলাহী টুটুল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
তা‍ঁর মৃত্যুতে বরিশালের ব্যান্ড শিল্পীসহ সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ‍্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।