মঠবাড়িয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মঠবাড়িয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পিরোজপুর জেলা পরিষদ কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মঠবাড়িয়া উপজেলার জনসাধারণের মাঝে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলা কার্যালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান ৪ ধরনের সুরক্ষা সামগ্রী (ফেস মাস্ক, হ্যান্ড ওয়াশ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) সম্মিলিত প্যাকেট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন। এবং প্রত্যেকের অধিন্যাস্থ কর্মকর্তা,কর্মচারী ও জনসাধারনের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ রাখেন।

পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে গাড়ি নিয়ে আসার পথে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিতরণ কাজে অংশগ্রহন করেতে পারেননি বলে জানান রেবেকা খান।

তিনি আরও জানান, মূলত করোনা ভাইরাস ২য় ঢেউয়ের অশুভ হাতছানি থেকে পিরোজপুর জেলার ৭ টি উপজেলায় ৪৫ হাজার মাস্ক, ২৩ হাজার হ্যান্ডওয়াশ, ২৩ হাজার সাবান এবং ১৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। ইতোমধ্যে আমরা মঠবাড়িয়া সহ ৫ টি উপজেলায় বিতরণ করেছি। বাকি ২ টি কাউখালী ও নেছারাবাদ উপজেলায়ও আমার খুব শীঘ্রই এ বিতরণ কাজ পরিচালনা করবো। পিরোজপুরবাসীর জীবন রক্ষার্থে সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে জেলা পরিষদের এ ক্ষুদ্র আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আজিম-উল-হক, থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।