মঠবাড়িয়ায়“বঙ্গবন্ধু পরিষদ” এর উপজেলা শাখা গঠন ও পরিচিতি সভা

মঠবাড়িয়ায়“বঙ্গবন্ধু পরিষদ” এর উপজেলা শাখা গঠন ও পরিচিতি সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫১ জন সদস্য নিয়ে “বঙ্গবন্ধু পরিষদ” উপজেলা শাখা গঠন করা হয়েছে। অরাজনৈতিক বুদ্ধিবৃত্তিক এ প্রতিষ্ঠানের উপজেলা শাখায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার আলোকিত মানুষদের নিয়ে গঠন করা হয়। নব-গঠিত “বঙ্গবন্ধু পরিষদ” মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, সাধারণ সম্পাদক মজিবর রহমান সহ ৫১ জন সদস্যদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তালায় এ আলোচনা ও সদস্য পরিচিতি সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি কে,এম লতীফ ইনস্টিটিউশনের অবসর প্রাপ্ত শিক্ষক অমল চন্দ্র হালদার, সহ-সভাপতি সাবেক সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ-সভাপতি সুভাষ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সমাদ্দার লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ, সদস্য সাংবাদিক দৈনিক ভোরের ডাকের মঠবাড়িয়া প্রতিনিধি মোঃ রুম্মান হাওলাদার প্রমূখ। 

এময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি চিত্তরঞ্জন হালদার, আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অঞ্জলি রানী হালদার, সাংগঠনিক সম্পাদক কামাল খান,সাংবাদিক জুলফিকার আমিন সোহেল, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু সুনীল, শিক্ষা সম্পাদক অধ্যাপক নুরুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শ্যাম শংকর, ক্রিয়া সম্পাদক খলিলুর ইসলাম তুলিন, সদস্য দেলোয়ার হোসেন, তপন কুমার রায়, অলিউল ইসলাম, শহীদুল ইসলাম, প্রিন্স অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদ শফিক, সাংবাদিক মনিরুল ইসলাম মধু, ফেরদৌস প্রমূখ। আলোচনার শুরুতে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মুন্সি ও এ্যাড. মোফাজ্জেল হোসেন মিঠুর স্মরণে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরিচিতি সভা ও বক্তব্যের শেষে সভাপতি জানান শীঘ্রই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ কমিটি গঠন করা হবে।